জবুর শরীফ 80:6-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. তুমি প্রতিবেশীদের মধ্যে আমাদেরকে বিবাদের পাত্র করছো,আমাদের দুশমনেরা একযোগে পরিহাস করে।

7. হে বাহিনীগণের আল্লাহ্‌, আমাদেরকে ফিরাও,তোমার মুখ উজ্জ্বল কর, তাতে আমরা নিস্তার পাব।

8. তুমি মিসর থেকে একটি আঙ্গুরলতা এনেছিলে,জাতিদের দূর করে তা রোপণ করেছিলে।

9. তুমি তার জন্য ভূমি পরিষ্কার করেছিলে,তা বদ্ধমূল হয়ে দেশময় ব্যাপ্ত হল।

জবুর শরীফ 80