5. তুমি খাবার হিসেবে তাদেরকে চোখের পানি দিয়েছ,বহুল পরিমাণে চোখের পানি পান করিয়েছ।
6. তুমি প্রতিবেশীদের মধ্যে আমাদেরকে বিবাদের পাত্র করছো,আমাদের দুশমনেরা একযোগে পরিহাস করে।
7. হে বাহিনীগণের আল্লাহ্, আমাদেরকে ফিরাও,তোমার মুখ উজ্জ্বল কর, তাতে আমরা নিস্তার পাব।
8. তুমি মিসর থেকে একটি আঙ্গুরলতা এনেছিলে,জাতিদের দূর করে তা রোপণ করেছিলে।
9. তুমি তার জন্য ভূমি পরিষ্কার করেছিলে,তা বদ্ধমূল হয়ে দেশময় ব্যাপ্ত হল।
10. তার ছায়ায় পর্বতমালা ঢাকা পড়ে গেল,তার সমস্ত শাখা শক্তিশালী এরস গাছগুলোকে ঢেকে ফেললো।
11. তা সমুদ্র পর্যন্ত নিজের তরুশাখা,নদী পর্যন্ত নিজের শিকড় বিস্তার করলো।
12. তুমি কেন তার বেড়া ভেঙ্গে ফেললে?যে সব পথিক তার পাশ দিয়ে যায় তারাই যে তার ফল ছেঁড়ে।
13. বন থেকে শূকর এসে তা ছারখার করে,মাঠের পশু তা মুড়িয়ে খেয়ে ফেলে।
14. আরজ করি, আবার ফির, হে বাহিনীগণের আল্লাহ্,বেহেশত থেকে চেয়ে দেখ, এই আঙ্গুরলতার তত্ত্ব কর;
15. তোমার ডান হাত দিয়ে যে চারা রোপন করেছ, সেই চারার তত্ত্ব কর।