2. আফরাহীম, বিন্ইয়ামীন ও মানশার সম্মুখে নিজের পরাক্রম সতেজ কর,আমাদের উদ্ধার করতে আগমন কর।
3. হে আল্লাহ্, আমাদেরকে ফিরাও,তোমার মুখ উজ্জ্বল কর, তাতে আমরা উদ্ধার পাব।
4. হে মাবুদ, বাহিনীগণের আল্লাহ্,তুমি নিজের লোকদের মুনাজাতের বিরুদ্ধে কতকাল ক্রুদ্ধ থাকবে?
5. তুমি খাবার হিসেবে তাদেরকে চোখের পানি দিয়েছ,বহুল পরিমাণে চোখের পানি পান করিয়েছ।
6. তুমি প্রতিবেশীদের মধ্যে আমাদেরকে বিবাদের পাত্র করছো,আমাদের দুশমনেরা একযোগে পরিহাস করে।
7. হে বাহিনীগণের আল্লাহ্, আমাদেরকে ফিরাও,তোমার মুখ উজ্জ্বল কর, তাতে আমরা নিস্তার পাব।
8. তুমি মিসর থেকে একটি আঙ্গুরলতা এনেছিলে,জাতিদের দূর করে তা রোপণ করেছিলে।
9. তুমি তার জন্য ভূমি পরিষ্কার করেছিলে,তা বদ্ধমূল হয়ে দেশময় ব্যাপ্ত হল।
10. তার ছায়ায় পর্বতমালা ঢাকা পড়ে গেল,তার সমস্ত শাখা শক্তিশালী এরস গাছগুলোকে ঢেকে ফেললো।