16. তা আগুনে পুড়ে গেছে, তা কেটে ফেলা হয়েছে;তোমার মুখের ভর্ৎসনায় লোক বিনষ্ট হচ্ছে।
17. তোমার হাতখানা তোমার ডান হাতের মানুষের উপরে,তোমার কাজের জন্য যাকে সবল করেছ, তার উপরে থাকুক।
18. তাতে আমরা তোমা থেকে ফিরে যাব না;তুমি আমাদের সঞ্জীবিত কর, আমরা তোমার নামে ডাকব।
19. হে মাবুদ, বাহিনীগণের আল্লাহ্, আমাদের ফিরাও;তোমার মুখ উজ্জ্বল কর, তাতে আমরা নিস্তার পাব।