জবুর শরীফ 80:10-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. তার ছায়ায় পর্বতমালা ঢাকা পড়ে গেল,তার সমস্ত শাখা শক্তিশালী এরস গাছগুলোকে ঢেকে ফেললো।

11. তা সমুদ্র পর্যন্ত নিজের তরুশাখা,নদী পর্যন্ত নিজের শিকড় বিস্তার করলো।

12. তুমি কেন তার বেড়া ভেঙ্গে ফেললে?যে সব পথিক তার পাশ দিয়ে যায় তারাই যে তার ফল ছেঁড়ে।

13. বন থেকে শূকর এসে তা ছারখার করে,মাঠের পশু তা মুড়িয়ে খেয়ে ফেলে।

জবুর শরীফ 80