জবুর শরীফ 80:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে ইসরাইলের পালক, কান দাও,ইউসুফকে ভেড়ার পালের মত চালাও যে তুমি,কারুবীদ্বয়ে আসীন যে তুমি, তুমি দেদীপ্যমান হও।

2. আফরাহীম, বিন্‌ইয়ামীন ও মানশার সম্মুখে নিজের পরাক্রম সতেজ কর,আমাদের উদ্ধার করতে আগমন কর।

3. হে আল্লাহ্‌, আমাদেরকে ফিরাও,তোমার মুখ উজ্জ্বল কর, তাতে আমরা উদ্ধার পাব।

4. হে মাবুদ, বাহিনীগণের আল্লাহ্‌,তুমি নিজের লোকদের মুনাজাতের বিরুদ্ধে কতকাল ক্রুদ্ধ থাকবে?

জবুর শরীফ 80