জবুর শরীফ 8:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে মাবুদ, আমাদের প্রভু,সারা দুনিয়াতে তোমার নাম কেমন মহিমান্বিত।তুমি আসমানের উর্ধ্বেও তোমার মহিমা সংস্থাপন করেছ।

2. তুমি শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ থেকে শক্তির ভিত্তিমূল স্থাপন করেছ,তোমার বৈরিদের হেতুই করেছ,যেন দুশমন ও বিপক্ষকে ক্ষান্ত কর।

3. আমি তোমার অঙ্গুলি-নির্মিত আসমানগুলো,তোমার স্থাপিত চন্দ্র ও তারা নিরীক্ষণ করি,

জবুর শরীফ 8