জবুর শরীফ 79:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে আল্লাহ্‌, জাতিরা তোমার অধিকারে প্রবেশ করেছে,তারা তোমার পবিত্র এবাদতখানা নাপাক করেছে,জেরুশালেমকে ধ্বংসের স্তূপ করেছে।

2. তারা তোমার গোলামদের লাশ আসমানের পাখিদেরকে ভোজন করতে দিয়েছে,তোমার সাধুদের মাংস দুনিয়ার পশুদেরকে দিয়েছে।

3. তারা জেরুশালেমের চারদিকে পানির মত ওদের রক্ত ঢেলেছে;ওদের কবর দেবার কেউ ছিল না।

জবুর শরীফ 79