7. যেন তারা আল্লাহ্র উপরে প্রত্যাশা রাখে,এবং আল্লাহ্র সমস্ত কাজ ভুলে না যায়,কিন্তু তাঁর সমস্ত হুকুম পালন করে;
8. যেন তাদের পূর্বপুরুষদের মত না হয়,যারা অবাধ্য ও বিদ্রোহী বংশ ছিল;সেই বংশ নিজেদের অন্তর স্থির করে নি,তাদের রূহ্ আল্লাহ্র প্রতি বিশ্বস্ত ছিল না।
9. আফরাহীমের সন্তানেরা যুদ্ধাস্ত্রে সজ্জিত ও তীরন্দাজ ছিল,যুদ্ধের দিনে তারা পিছু হটে গেল।
10. তারা আল্লাহ্র নিয়ম পালন করলো না,তাঁর শরীয়তের পথে চলতে অস্বীকার করলো।
11. তারা তাঁর সমস্ত কাজ ভুলে গেল,সেসব অলৌকিক কাজ, যা তিনি তাদেরকে দেখিয়েছিলেন।
12. তিনি তাদের পূর্বপুরুষদের সাক্ষাতে নানা অলৌকিক কাজ করেছিলেন।মিসর দেশে, সোয়নের মাঠে করেছিলেন।
13. তিনি সমুদ্রকে বিভক্ত করে তাদেরকে পার করিয়েছিলেন,পানিকে স্তূপাকারে দাঁড় করিয়েছিলেন।
14. তিনি তাদেরকে পথ দেখাতেন, দিনে মেঘ দ্বারা,এবং সমস্ত রাত আগুনের আলো দ্বারা।
15. তিনি মরুভূমির মধ্যে শৈল বিদীর্ণ করলেন,তাদেরকে যেন জলধি থেকে প্রচুর পানি পান করালেন।
16. তিনি শৈল থেকে স্রোত বের করলেন,নদীর মত পানি বহালেন।
17. তখনও তারা বারে বারে তাঁর বিরুদ্ধে গুনাহ্ করলো,মরুভূমিতে সর্বশক্তিমানের বিদ্রোহী হল;
18. তারা মনে মনে আল্লাহ্র পরীক্ষা করলো,নিজেদের অভিলাষ পূরণ করার জন্য খাদ্য চাইল।
19. আর তারা আল্লাহ্র বিরুদ্ধে কথা বললো,বললো, আল্লাহ্ কি মরুভূমিতে টেবিল সাজিয়ে দিতে পারেন?
20. দেখ, তিনি শৈলকে আঘাত করলে পানির স্রোত বইল,স্রোতধারা প্রবাহিত হল;তিনি কি অন্নও দিতে পারেন?তাঁর লোকদের জন্য কি গোশ্ত যোগাবেন?
21. অতএব মাবুদ তা শুনে ক্রুদ্ধ হলেন;ইয়াকুবের বিরুদ্ধে আগুন প্রজ্বলিত হল,ইসরাইলের বিরুদ্ধে তাঁর গজব জেগে উঠল;