63. আগুন তাদের যুবকদেরকে গ্রাস করলো,তাদের কন্যাদের পরিণয়-সঙ্গীত হল না।
64. তাদের ইমামেরা তলোয়ারের আঘাতে মারা পড়লো,তাদের বিধবারা কান্নাকাটি করলো না।
65. তখন প্রভু জাগলেন, ঘুম থেকে জেগে উঠবার মত,আঙ্গুর-রসের কারণে আনন্দে চিৎকার করা বীরের মত।
66. তিনি তাঁর বিপক্ষ লোকদেরকে মেরে ফিরিয়ে দিলেন,তাদেরকে চিরকালীন তিরস্কারের পাত্র করলেন।
67. আর তিনি ইউসুফের তাঁবু অগ্রাহ্য করলেন,আফরাহীমের বংশকে মনোনীত করলেন না;
68. কিন্তু মনোনীত করলেন এহুদার বংশকে,ও তাঁর প্রিয় সিয়োন পর্বতকে।