58. কারণ তারা নিজেদের উচ্চস্থলীগুলোর দ্বারা তাঁকে অসন্তুষ্ট করলো,নিজেদের খোদাই-করা মূর্তিগুলো দ্বারা তাঁর অন্তর্জ্বালা জন্মাল।
59. আল্লাহ্ তা শুনে ক্রুদ্ধ হলেন,ইসরাইলকে সমপূর্ণভাবে অগ্রাহ্য করলেন।
60. তিনি শীলোস্থিত আবাস ত্যাগ করলেন,সেই তাঁবু, যা তিনি মানুষের মধ্যে স্থাপন করেছিলেন।
61. তিনি তাঁর বল বন্দীদশায়,তাঁর শোভা বিপক্ষের হাতে দিলেন।
62. তিনি তাঁর লোকদেরকে তলোয়ারের হস্তগত করলেন,তাঁর অধিকারের উপর উপর গজব নাজেল হল।
63. আগুন তাদের যুবকদেরকে গ্রাস করলো,তাদের কন্যাদের পরিণয়-সঙ্গীত হল না।
64. তাদের ইমামেরা তলোয়ারের আঘাতে মারা পড়লো,তাদের বিধবারা কান্নাকাটি করলো না।
65. তখন প্রভু জাগলেন, ঘুম থেকে জেগে উঠবার মত,আঙ্গুর-রসের কারণে আনন্দে চিৎকার করা বীরের মত।
66. তিনি তাঁর বিপক্ষ লোকদেরকে মেরে ফিরিয়ে দিলেন,তাদেরকে চিরকালীন তিরস্কারের পাত্র করলেন।