জবুর শরীফ 78:53-68 কিতাবুল মোকাদ্দস (BACIB)

53. তিনি তাদেরকে নিরাপদে নিয়ে আসলেন, তারা ভয় পেল না,কিন্তু সমুদ্র তাদের দুশমনদেরকে আচ্ছাদন করলো।

54. আর তিনি তাদেরকে আনলেন, তাঁর পবিত্র সীমায়,তাঁর ডান হাত দিয়ে জয় করা এই পর্বতে।

55. তিনি তাদের সম্মুখ থেকে জাতিদেরকে দূর করলেন,মানরজ্জু দিয়ে অধিকার ভাগ করে তাদের দিলেন,ইসরাইলের বংশদের ওদের তাঁবুতে বাস করালেন।

56. তবুও তারা সর্বশক্তিমানের পরীক্ষা করলো,তাঁর বিদ্রোহী হল, তাঁর সমস্ত নির্দেশ পালন করলো না।

57. তারা সরে গেল, তাদের পূর্বপুরুষদের মত বেঈমানী করলো;তারা বেয়াড়া ধনুকের মত বেঁকে রইল।

58. কারণ তারা নিজেদের উচ্চস্থলীগুলোর দ্বারা তাঁকে অসন্তুষ্ট করলো,নিজেদের খোদাই-করা মূর্তিগুলো দ্বারা তাঁর অন্তর্জ্বালা জন্মাল।

59. আল্লাহ্‌ তা শুনে ক্রুদ্ধ হলেন,ইসরাইলকে সমপূর্ণভাবে অগ্রাহ্য করলেন।

60. তিনি শীলোস্থিত আবাস ত্যাগ করলেন,সেই তাঁবু, যা তিনি মানুষের মধ্যে স্থাপন করেছিলেন।

61. তিনি তাঁর বল বন্দীদশায়,তাঁর শোভা বিপক্ষের হাতে দিলেন।

62. তিনি তাঁর লোকদেরকে তলোয়ারের হস্তগত করলেন,তাঁর অধিকারের উপর উপর গজব নাজেল হল।

63. আগুন তাদের যুবকদেরকে গ্রাস করলো,তাদের কন্যাদের পরিণয়-সঙ্গীত হল না।

64. তাদের ইমামেরা তলোয়ারের আঘাতে মারা পড়লো,তাদের বিধবারা কান্নাকাটি করলো না।

65. তখন প্রভু জাগলেন, ঘুম থেকে জেগে উঠবার মত,আঙ্গুর-রসের কারণে আনন্দে চিৎকার করা বীরের মত।

66. তিনি তাঁর বিপক্ষ লোকদেরকে মেরে ফিরিয়ে দিলেন,তাদেরকে চিরকালীন তিরস্কারের পাত্র করলেন।

67. আর তিনি ইউসুফের তাঁবু অগ্রাহ্য করলেন,আফরাহীমের বংশকে মনোনীত করলেন না;

68. কিন্তু মনোনীত করলেন এহুদার বংশকে,ও তাঁর প্রিয় সিয়োন পর্বতকে।

জবুর শরীফ 78