43. তিনি মিসরে তাঁর সমস্ত চিহ্ন-কাজ,সোয়নের মাঠে তাঁর অদ্ভুত সমস্ত লক্ষণ, স্থাপন করলেন।
44. তিনি রক্তে পরিণত করলেন তাদের সমস্ত নদী, তাদের প্রবাহগুলো,তাই তারা পানি পান করতে পারল না।
45. তিনি তাদের মধ্যে গ্রাসকারী ডাঁশ মাছি,ও বিনাশকারী ভেক প্রেরণ করলেন।
46. তিনি গুটিপোকাকে তাদের ভূমির দ্রব্য,পঙ্গপালকে তাদের শ্রমফল দিলেন।
47. তিনি শিলা দ্বারা তাদের আঙ্গুরলতা,তুষারপাতে তাদের ডুমুর গাছ বিনষ্ট করলেন।