জবুর শরীফ 78:33-39 কিতাবুল মোকাদ্দস (BACIB)

33. অতএব তিনি তাদের আয়ু অসারতায়,তাদের সমস্ত বছর বিহ্বলতায় শেষ করলেন।

34. তিনি লোকদেরকে হত্যা করলে তারা তাঁর অনুসন্ধান করলো,ফিরে সযত্নে আল্লাহ্‌র খোঁজ করলো;

35. তাদের স্মরণ হল, আল্লাহ্‌ তাদের শৈল,সর্বশক্তিমান তাদের মুক্তিদাতা।

36. কিন্তু তারা মুখে তাঁর তোষামোদ করলো,জিহ্বাতে তাঁর কাছে মিথ্যা বললো;

37. কারণ তাদের হৃদয় তাঁর প্রতি স্থির ছিল না,তারা তাঁর নিয়মেও বিশ্বস্ত ছিল না।

38. কিন্তু তিনি স্নেহময়, তাই অপরাধ মাফ করলেন, ধ্বংস করলেন না,অনেকবার তাঁর ক্রোধ সম্বরণ করলেন,আপনার সমস্ত ক্রোধ উদ্দীপিত করলেন না।

39. তিনি স্মরণ করলেন যে, তারা মাংসমাত্র, বায়ুস্বরূপ,যা বয়ে গেলে আর ফিরে আসে না।

জবুর শরীফ 78