3. সেসব আমরা শুনেছি, আর জেনেছি,আমাদের পূর্বপুরুষেরা আমাদের বলেছেন,
4. আমরা সেগুলো তাদের সন্তানদের কাছে গুপ্ত রাখবো না,পরবর্তী বংশের কাছে মাবুদের প্রশংসা বর্ণনা করবো,তাঁর পরাক্রম ও তাঁর কৃত অলৌকিক সমস্ত কাজ বর্ণনা করবো।
5. তিনি ইয়াকুবের মধ্যে সাক্ষ্য দাঁড় করিয়েছেন,ইসরাইলের মধ্যে শরীয়ত স্থাপন করেছেন;যা তিনি আমাদের পূর্বপুরুষদেরকে হুকুম দিয়েছিলেন,যেন তাঁরা নিজ নিজ সন্তানদের তা জানান;
6. যেন উত্তরকালীন বংশ তা জানতে পারে,এবং উঠে নিজ নিজ সন্তানদের কাছে তা বর্ণনা করতে পারে।
7. যেন তারা আল্লাহ্র উপরে প্রত্যাশা রাখে,এবং আল্লাহ্র সমস্ত কাজ ভুলে না যায়,কিন্তু তাঁর সমস্ত হুকুম পালন করে;
8. যেন তাদের পূর্বপুরুষদের মত না হয়,যারা অবাধ্য ও বিদ্রোহী বংশ ছিল;সেই বংশ নিজেদের অন্তর স্থির করে নি,তাদের রূহ্ আল্লাহ্র প্রতি বিশ্বস্ত ছিল না।
9. আফরাহীমের সন্তানেরা যুদ্ধাস্ত্রে সজ্জিত ও তীরন্দাজ ছিল,যুদ্ধের দিনে তারা পিছু হটে গেল।
10. তারা আল্লাহ্র নিয়ম পালন করলো না,তাঁর শরীয়তের পথে চলতে অস্বীকার করলো।
11. তারা তাঁর সমস্ত কাজ ভুলে গেল,সেসব অলৌকিক কাজ, যা তিনি তাদেরকে দেখিয়েছিলেন।
12. তিনি তাদের পূর্বপুরুষদের সাক্ষাতে নানা অলৌকিক কাজ করেছিলেন।মিসর দেশে, সোয়নের মাঠে করেছিলেন।
13. তিনি সমুদ্রকে বিভক্ত করে তাদেরকে পার করিয়েছিলেন,পানিকে স্তূপাকারে দাঁড় করিয়েছিলেন।