21. অতএব মাবুদ তা শুনে ক্রুদ্ধ হলেন;ইয়াকুবের বিরুদ্ধে আগুন প্রজ্বলিত হল,ইসরাইলের বিরুদ্ধে তাঁর গজব জেগে উঠল;
22. কেননা আল্লাহ্র উপরে তাদের ঈমান ছিল না,তাঁর উদ্ধারের শক্তিতে নির্ভর করতো না।
23. তবু তিনি উপরিস্থ মেঘমালাকে হুকুম দিলেন,আসমানের সমস্ত দরজা খুলে দিলেন।
24. তিনি খাদ্যের জন্য তাদের উপরে মান্না বর্ষণ করলেন,তাদেরকে বেহেশতের শস্য দিলেন।
25. মানুষ ফেরেশতাদের খাদ্য ভোজন করলো;তিনি তাদের তৃপ্তি পর্যন্ত খাদ্য পাঠালেন।
26. তিনি আসমানে পূর্বীয় বায়ু বহালেন,নিজের পরাক্রমে দখিনা বায়ু চালালেন।
27. তিনি তাদের উপরে মাংসকে ধূলিকণার মত,পাখাওয়ালা পাখিগুলো সমুদ্রের বালির মত বর্ষণ করলেন।
28. তিনি তা তাদের শিবিরের মধ্যে,তাদের আবাসগুলোর চারপাশে, পড়তে দিলেন।
29. তখন তারা ভোজন করে পরিতৃপ্ত হল;তিনি তাদের অভীষ্ট বস্তু তাদেরকে দিলেন;
30. তারা নিজেদের অভীষ্ট দ্রব্য ছাড়ে নি,তাদের খাদ্য তাদের মুখেই ছিল,
31. তখন তাদের বিরুদ্ধে আল্লাহ্র ক্রোধ উঠলো,তা তাদের হৃষ্টপুষ্টদেরকে সংহার করলো,ইসরাইলের যুবকদেরকে সংহার করলো।