16. তিনি শৈল থেকে স্রোত বের করলেন,নদীর মত পানি বহালেন।
17. তখনও তারা বারে বারে তাঁর বিরুদ্ধে গুনাহ্ করলো,মরুভূমিতে সর্বশক্তিমানের বিদ্রোহী হল;
18. তারা মনে মনে আল্লাহ্র পরীক্ষা করলো,নিজেদের অভিলাষ পূরণ করার জন্য খাদ্য চাইল।
19. আর তারা আল্লাহ্র বিরুদ্ধে কথা বললো,বললো, আল্লাহ্ কি মরুভূমিতে টেবিল সাজিয়ে দিতে পারেন?