1. হে আমার স্বজাতি, আমার উপদেশ শোন,আমার মুখের কথায় কান দাও।
2. আমি দৃষ্টান্তকথায় আমার মুখ খুলব,আমি পুরাকালের গুপ্ত বিষয়গুলো ব্যক্ত করবো;
3. সেসব আমরা শুনেছি, আর জেনেছি,আমাদের পূর্বপুরুষেরা আমাদের বলেছেন,
4. আমরা সেগুলো তাদের সন্তানদের কাছে গুপ্ত রাখবো না,পরবর্তী বংশের কাছে মাবুদের প্রশংসা বর্ণনা করবো,তাঁর পরাক্রম ও তাঁর কৃত অলৌকিক সমস্ত কাজ বর্ণনা করবো।
5. তিনি ইয়াকুবের মধ্যে সাক্ষ্য দাঁড় করিয়েছেন,ইসরাইলের মধ্যে শরীয়ত স্থাপন করেছেন;যা তিনি আমাদের পূর্বপুরুষদেরকে হুকুম দিয়েছিলেন,যেন তাঁরা নিজ নিজ সন্তানদের তা জানান;
6. যেন উত্তরকালীন বংশ তা জানতে পারে,এবং উঠে নিজ নিজ সন্তানদের কাছে তা বর্ণনা করতে পারে।
7. যেন তারা আল্লাহ্র উপরে প্রত্যাশা রাখে,এবং আল্লাহ্র সমস্ত কাজ ভুলে না যায়,কিন্তু তাঁর সমস্ত হুকুম পালন করে;
8. যেন তাদের পূর্বপুরুষদের মত না হয়,যারা অবাধ্য ও বিদ্রোহী বংশ ছিল;সেই বংশ নিজেদের অন্তর স্থির করে নি,তাদের রূহ্ আল্লাহ্র প্রতি বিশ্বস্ত ছিল না।
9. আফরাহীমের সন্তানেরা যুদ্ধাস্ত্রে সজ্জিত ও তীরন্দাজ ছিল,যুদ্ধের দিনে তারা পিছু হটে গেল।