জবুর শরীফ 77:9-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

9. আল্লাহ্‌ কি প্রসন্ন থাকতে ভুলে গেছেনতিনি ক্রোধে কি তাঁর করুণা রুদ্ধকরেছেন? [সেলা।]

10. পরে আমি বললাম, এটাই আমার দুঃখ যে,সর্বশক্তিমানের ডান হাতখানা বদলে গেছে।

11. আমি মাবুদের সমস্ত কাজ উল্লেখ করবো;তোমার পূর্বকালীন অলৌকিক সমস্ত কাজ স্মরণ করবো।

12. আমি তোমার সমস্ত কাজ ধ্যানও করবো,তোমার সমস্ত কাজ আলোচনা করবো।

13. হে আল্লাহ্‌, পবিত্রতায় তোমার পথ;আল্লাহ্‌র মত মহান আল্লাহ্‌ কে?

14. তুমিই সেই আল্লাহ্‌ যিনি অলৌকিক কাজ করে থাকেন,তুমি জাতিদের মধ্যে তোমার পরাক্রম প্রকাশ করেছ।

15. তুমি বাহুবল দ্বারা তোমার লোকদের,ইয়াকুবের ও ইউসুফের সন্তানদেরকে, মুক্ত করেছ। [সেলা।]

16. হে আল্লাহ্‌, জলরাশি তোমাকে দেখলো;জলরাশি তোমাকে দেখে কেঁপে উঠলো,সমস্ত জলধিও বিচলিত হল।

17. মেঘমালা পানির ধারা বর্ষণ করলো,আসমান গর্জন করলো,তোমার তীরগুলো চারদিকে চমকাতে লাগল।

জবুর শরীফ 77