7. প্রভু কি চিরকালের জন্য ত্যাগ করবেন?তিনি কি আর সুপ্রসন্ন হবেন না?
8. তাঁর অটল মহব্বত কি চিরতরে শেষ হয়েছে?তাঁর ওয়াদা কি পুরুষানুক্রমে বিফল থাকবে?
9. আল্লাহ্ কি প্রসন্ন থাকতে ভুলে গেছেনতিনি ক্রোধে কি তাঁর করুণা রুদ্ধকরেছেন? [সেলা।]
10. পরে আমি বললাম, এটাই আমার দুঃখ যে,সর্বশক্তিমানের ডান হাতখানা বদলে গেছে।
11. আমি মাবুদের সমস্ত কাজ উল্লেখ করবো;তোমার পূর্বকালীন অলৌকিক সমস্ত কাজ স্মরণ করবো।
12. আমি তোমার সমস্ত কাজ ধ্যানও করবো,তোমার সমস্ত কাজ আলোচনা করবো।
13. হে আল্লাহ্, পবিত্রতায় তোমার পথ;আল্লাহ্র মত মহান আল্লাহ্ কে?