জবুর শরীফ 77:3-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. আমি আল্লাহ্‌কে স্মরণ করে কাতর আর্তনাদ করছি;ভাবনা করতে করতে আমার রূহ্‌ মূর্চ্ছিত হচ্ছে।[সেলা।]

4. তুমি আমার চোখের পাতা খোলা রাখছ;আমি এত উদ্বিগ্ন যে, কথা বলতে পারি না।

5. আমি আলোচনা করলাম পূর্বকালের সমস্ত দিন,পুরাকালের সমস্ত বছর।

6. আমি আমার রাত্রিকালীন গজল স্মরণ করি,আমি মনে মনে ধ্যান করি;আমার রূহ্‌ অনুসন্ধান করলো।

7. প্রভু কি চিরকালের জন্য ত্যাগ করবেন?তিনি কি আর সুপ্রসন্ন হবেন না?

জবুর শরীফ 77