10. অবশ্য, মানুষের ক্রোধ তোমার প্রশংসা করবে;তুমি ক্রোধের অবশেষ দ্বারা তোমার চারপাশ বাঁধবে।
11. তোমাদের আল্লাহ্ মাবুদের কাছে শপথ কর ও তা পূর্ণ কর;তাঁর চারদিকের সকলে সেই ভয়াবহের কাছে উপঢৌকন আনয়ন করুক।
12. তিনি শাসনকর্তাদের সাহস খর্ব করেন;দুনিয়ার বাদশাহ্দের পক্ষে তিনি ভয়াবহ।