জবুর শরীফ 75:5-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. তোমাদের শিং উঁচুতে তুলো না;অবাধ্য হয়ে কথা বলো না।”

6. কেননা উদয় স্থান থেকে, বা পশ্চিম থেকে,অথবা দক্ষিণ থেকে উন্নতিলাভ হয়, এমন নয়।

7. কিন্তু আল্লাহ্‌ই বিচারকর্তা;তিনি কাউকে নত, কাউকে বা উন্নত করেন।

8. কেননা মাবুদের হাতে একটি পানপাত্র আছে,তার আঙ্গুর-রস মেতে উঠেছে,তা মিশানো সুরায় পরিপূর্ণ, আর তিনি তা থেকে ঢালেন,দুনিয়ার দুষ্ট সকলে তার তলানি পর্যন্ত চেটে খাবে।

9. কিন্তু আমি চিরকাল তবলিগ করবো,ইয়াকুবের আল্লাহ্‌র উদ্দেশে গজল গাইব।

10. আর আমি দুষ্টদের সমস্ত শিং কেটে ফেলবো,কিন্তু ধার্মিকদের শিং উন্নত হবে।

জবুর শরীফ 75