2. “আমি যখন নিরূপিত সময় উপস্থিত করবো,তখন আমিই ন্যায্য বিচার করবো।
3. দুনিয়া ও অধিবাসীরা বিলীন হচ্ছে;আমি তার সমস্ত স্তম্ভ স্থাপন করেছি।[সেলা।]
4. আমি গর্বিত লোকদের বললাম, গর্ব করো না;দুষ্ট লোকদের বললাম, শিং উঁচু কোরো না।
5. তোমাদের শিং উঁচুতে তুলো না;অবাধ্য হয়ে কথা বলো না।”
6. কেননা উদয় স্থান থেকে, বা পশ্চিম থেকে,অথবা দক্ষিণ থেকে উন্নতিলাভ হয়, এমন নয়।