5. তারা নিজেদের এমন লোকদের মত দেখাল,যারা নিবিড় বনে কুঠার উঠায়।
6. এখন তারা একেবারে সেই স্থানেরসমস্ত শিল্পকর্ম কুঠার ও হাতুড়ি দ্বারা ভেঙ্গে ফেলে।
7. তারা তোমার পবিত্র স্থানে আগুন লাগিয়ে দিল,তোমার নামের আবাস ভূমিসাৎ করে নাপাক করলো।
8. তারা মনে মনে বললো, ‘আমরা তাদের একেবারে সংহার করি,’তারা দেশের মধ্যে আল্লাহ্র সমস্ত জমায়েত-স্থান পুড়িয়ে দিয়েছে।
9. আমরা আমাদের চিহ্নগুলো দেখতে পাই না, কোন নবী আর নেই;আমাদের কেউ জানে না, কত দিন এইভাবে চলবে।