3. চিরকালীন এই ধ্বংসস্তূপে পদার্পণ কর;দুশমনরা পবিত্র স্থানের সকলই ছারখার করেছে।
4. তোমার দুশমনরা তোমার জমায়েত-স্থানের মধ্যে গর্জন করেছে;চিহ্নের জন্য তারা নিজেদের চিহ্ন স্থাপন করেছে।
5. তারা নিজেদের এমন লোকদের মত দেখাল,যারা নিবিড় বনে কুঠার উঠায়।
6. এখন তারা একেবারে সেই স্থানেরসমস্ত শিল্পকর্ম কুঠার ও হাতুড়ি দ্বারা ভেঙ্গে ফেলে।
7. তারা তোমার পবিত্র স্থানে আগুন লাগিয়ে দিল,তোমার নামের আবাস ভূমিসাৎ করে নাপাক করলো।
8. তারা মনে মনে বললো, ‘আমরা তাদের একেবারে সংহার করি,’তারা দেশের মধ্যে আল্লাহ্র সমস্ত জমায়েত-স্থান পুড়িয়ে দিয়েছে।
9. আমরা আমাদের চিহ্নগুলো দেখতে পাই না, কোন নবী আর নেই;আমাদের কেউ জানে না, কত দিন এইভাবে চলবে।
10. হে আল্লাহ্, বিপক্ষ কতদিন তিরস্কার করবে?দুশমন কি চিরকাল তোমার নাম তুচ্ছ করবে?
11. তুমি তোমার হাত, তোমার ডান হাত, কেন সঙ্কুচিত করছো?সেটি বক্ষঃস্থল থেকে বের কর, দুশমনদের শেষ করে দাও।
12. তবুও আল্লাহ্ই পূর্বকাল থেকে আমার বাদশাহ্,দুনিয়ার মধ্যে উদ্ধারের সাধনকর্তা।
13. তুমিই তোমার পরাক্রমে সমুদ্রকে বিভক্ত করেছিলে,তুমিই পানিতে নাগদের মাথা চূর্ণ করেছিলে।
14. তুমিই লিবিয়াথনের মাথা চূর্ণ করেছিলে,মরুভূমি-নিবাসী সকলকে খাদ্য হিসেবে তার দেহ দিয়েছিলে।