10. হে আল্লাহ্, বিপক্ষ কতদিন তিরস্কার করবে?দুশমন কি চিরকাল তোমার নাম তুচ্ছ করবে?
11. তুমি তোমার হাত, তোমার ডান হাত, কেন সঙ্কুচিত করছো?সেটি বক্ষঃস্থল থেকে বের কর, দুশমনদের শেষ করে দাও।
12. তবুও আল্লাহ্ই পূর্বকাল থেকে আমার বাদশাহ্,দুনিয়ার মধ্যে উদ্ধারের সাধনকর্তা।
13. তুমিই তোমার পরাক্রমে সমুদ্রকে বিভক্ত করেছিলে,তুমিই পানিতে নাগদের মাথা চূর্ণ করেছিলে।