1. হে আল্লাহ্, তুমি কেন আমাদের চিরতরে ত্যাগ করেছ?তোমার চারণভূমির মেষদের বিরুদ্ধেকেন তোমার ক্রোধের আগুন ধূমায়িত হচ্ছে?
2. তোমার মণ্ডলীকে স্মরণ কর,যা তুমি পূর্বকালে ক্রয় করেছ,যা তোমার অধিকারের বংশ হবার জন্য তুমি মুক্ত করেছ;তোমার বাসস্থান সিয়োন পর্বতকে স্মরণ কর।
3. চিরকালীন এই ধ্বংসস্তূপে পদার্পণ কর;দুশমনরা পবিত্র স্থানের সকলই ছারখার করেছে।
4. তোমার দুশমনরা তোমার জমায়েত-স্থানের মধ্যে গর্জন করেছে;চিহ্নের জন্য তারা নিজেদের চিহ্ন স্থাপন করেছে।
5. তারা নিজেদের এমন লোকদের মত দেখাল,যারা নিবিড় বনে কুঠার উঠায়।
6. এখন তারা একেবারে সেই স্থানেরসমস্ত শিল্পকর্ম কুঠার ও হাতুড়ি দ্বারা ভেঙ্গে ফেলে।
7. তারা তোমার পবিত্র স্থানে আগুন লাগিয়ে দিল,তোমার নামের আবাস ভূমিসাৎ করে নাপাক করলো।