জবুর শরীফ 73:9-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

9. তারা আসমানে মুখ রেখেছে,এবং তাদের জিহ্বা দুনিয়াতে রেখে ঘুরে বেড়ায়।

10. এজন্য তাদের লোকেরা তাদের দিকে ফিরে,তারা যা বলে তা পানির মত গিলে।

11. আর তারা বলে, আল্লাহ্‌ কিভাবে জানবেন?সর্বশক্তিমানের কি জ্ঞান আছে?

12. দেখ, এরাই দুর্জন,এরা চিরকাল নির্বিঘ্নে থেকে ধন বৃদ্ধি করেছে।

13. নিশ্চয় আমি বৃথাই অন্তর পরিষ্কার করেছি,আমার হাত মিথ্যাই নির্দোষ রেখেছি।

14. কেননা আমি সমস্ত দিন আহত হয়েছি,প্রতি প্রভাতে শাস্তি পেয়েছি।

15. যদি আমি বলতাম, এরকম বর্ণনা করবো,তবে দেখ, তোমার সন্তানদের বংশের প্রতি বিশ্বাসঘাতক হতাম।

16. আমি তা বুঝবার জন্য চিন্তা করলাম,কিন্তু তা আমার দৃষ্টিতে কষ্টকর হল,

17. যতদিন আমি আল্লাহ্‌র পবিত্র স্থানে প্রবেশ না করলাম,ও তাদের শেষ ফল বিবেচনা না করলাম।

18. তুমি তাদেরকে পিচ্ছিল স্থানেই রাখছ,তাদেরকে বিনাশে ফেলে দিচ্ছ।

19. তারা নিমিষকালের মধ্যে কেমন উচ্ছিন্ন হয়,নানা ত্রাসে কেমন নিঃশেষে সংহার হয়।

জবুর শরীফ 73