জবুর শরীফ 73:26-28 কিতাবুল মোকাদ্দস (BACIB)

26. আমার মাংস ও আমার অন্তর ক্ষয় পাচ্ছে,তবুও আল্লাহ্‌ চিরকাল আমার অন্তরের শৈল ও আমার উত্তরাধিকার।

27. কেননা দেখ, যারা তোমা থেকে দূরে থাকে, তারা বিনষ্ট হবে;যেসব লোক তোমার প্রতি অবিশ্বস্ত হয়,সে সকলকে তুমি উচ্ছিন্ন করেছ।

28. কিন্তু আল্লাহ্‌র সান্নিধ্যে থাকা আমারই পক্ষে মঙ্গল;আমি সার্বভৌম মাবুদের আশ্রয় নিলাম,যেন তোমার সমস্ত কাজ বর্ণনা করতে পারি।

জবুর শরীফ 73