জবুর শরীফ 73:24-26 কিতাবুল মোকাদ্দস (BACIB)

24. তুমি নিজের মন্ত্রণায় আমাকে গমন করাবে,শেষে সপ্রতাপে আমাকে গ্রহণ করবে।

25. বেহেশতে আমার কে আছে?দুনিয়াতেও তোমা ভিন্ন আর কিছুতে আমার প্রীতি নেই।

26. আমার মাংস ও আমার অন্তর ক্ষয় পাচ্ছে,তবুও আল্লাহ্‌ চিরকাল আমার অন্তরের শৈল ও আমার উত্তরাধিকার।

জবুর শরীফ 73