জবুর শরীফ 73:21-25 কিতাবুল মোকাদ্দস (BACIB)

21. কারণ আমার অন্তর শোকাভিভূত হল,আমার অন্তর বিদ্ধ হল;

22. আমি মূর্খ ও অজ্ঞান,তোমার কাছে পশুর মত ছিলাম।

23. কিন্তু আমি নিরন্তর তোমার সঙ্গে সঙ্গে আছি;তুমি আমার ডান হাত ধরে রেখেছ।

24. তুমি নিজের মন্ত্রণায় আমাকে গমন করাবে,শেষে সপ্রতাপে আমাকে গ্রহণ করবে।

25. বেহেশতে আমার কে আছে?দুনিয়াতেও তোমা ভিন্ন আর কিছুতে আমার প্রীতি নেই।

জবুর শরীফ 73