জবুর শরীফ 73:14-23 কিতাবুল মোকাদ্দস (BACIB)

14. কেননা আমি সমস্ত দিন আহত হয়েছি,প্রতি প্রভাতে শাস্তি পেয়েছি।

15. যদি আমি বলতাম, এরকম বর্ণনা করবো,তবে দেখ, তোমার সন্তানদের বংশের প্রতি বিশ্বাসঘাতক হতাম।

16. আমি তা বুঝবার জন্য চিন্তা করলাম,কিন্তু তা আমার দৃষ্টিতে কষ্টকর হল,

17. যতদিন আমি আল্লাহ্‌র পবিত্র স্থানে প্রবেশ না করলাম,ও তাদের শেষ ফল বিবেচনা না করলাম।

18. তুমি তাদেরকে পিচ্ছিল স্থানেই রাখছ,তাদেরকে বিনাশে ফেলে দিচ্ছ।

19. তারা নিমিষকালের মধ্যে কেমন উচ্ছিন্ন হয়,নানা ত্রাসে কেমন নিঃশেষে সংহার হয়।

20. নিদ্রা ভঙ্গ হলে পর যেমন স্বপ্ন তুচ্ছ হয়,তেমনি, হে মালিক, তুমি জাগলে তাদের মূর্তিগুলোকে তুচ্ছ করবে।

21. কারণ আমার অন্তর শোকাভিভূত হল,আমার অন্তর বিদ্ধ হল;

22. আমি মূর্খ ও অজ্ঞান,তোমার কাছে পশুর মত ছিলাম।

23. কিন্তু আমি নিরন্তর তোমার সঙ্গে সঙ্গে আছি;তুমি আমার ডান হাত ধরে রেখেছ।

জবুর শরীফ 73