জবুর শরীফ 73:1-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আল্লাহ্‌ সত্যিই মঙ্গলস্বরূপ, ইসরাইলের পক্ষে,যারা শুদ্ধচিত্ত তাদের পক্ষে।

2. কিন্তু আমার চরণ প্রায় টলেছিল;আমার পাদবিক্ষেপ প্রায় স্খলিত হয়েছিল।

3. কারণ যখন দুষ্টদের কল্যাণ দেখেছিলাম,তখন গর্বিতদের প্রতি ঈর্ষা করেছিলাম।

4. কেননা তারা মৃত্যুকালে যন্ত্রণা পায় না,বরং তাদের কলেবর হৃষ্টপুষ্ট।

5. মানুষের মত কষ্ট তাদের হয় না;মানুষের মত তারা আহত হয় না।

6. এজন্য অহঙ্কার তাদের কণ্ঠের হারের মত,কাপড়ের মত দৌরাত্ম্য তাদেরকে আচ্ছাদন করে।

জবুর শরীফ 73