জবুর শরীফ 72:7-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. তাঁর সময়ে ধার্মিক লোক প্রফুল্ল হবে,চন্দ্রের স্থিতিকাল পর্যন্ত প্রচুর শান্তি হবে।

8. তিনি এক সমুদ্র থেকে অপর সমুদ্র পর্যন্ত,ঐ নদী থেকে দুনিয়ার প্রান্ত পর্যন্ত কর্তৃত্ব করবেন।

9. তাঁর সম্মুখে মরু-নিবাসীরা নত হবে,তাঁর দুশমনেরা ধুলা চাটবে।

10. তর্শীশ ও দ্বীপগুলোর বাদশাহ্‌রা নৈবেদ্য আনবেন;সবা ও সবা দেশের বাদশাহ্‌রা উপহার দেবেন।

11. হ্যাঁ, সমস্ত বাদশাহ্‌ তাঁর কাছে মাথা নত করবেন;সমস্ত জাতি তাঁর গোলাম হবে।

জবুর শরীফ 72