17. তাঁর নাম অনন্তকাল পর্যন্ত স্থায়ী হবে;সূর্যের স্থিতি পর্যন্ত তাঁর নাম সতেজ থাকবে;মানুষেরা তাঁতে দোয়া পাবে;সমস্ত জাতি তাঁকে সুখী বলবে।
18. মাবুদ আল্লাহ্ ধন্য হোন, যিনি ইসরাইলের আল্লাহ্;কেবল তিনিই অলৌকিক কাজ করেন।
19. তাঁর গৌরবান্বিত নাম অনন্তকাল ধরে ধন্য হোন;তাঁর গৌরবে সমস্ত দুনিয়া পরিপূর্ণ হোক।আমিন, আমিন।
20. ইয়াসির পুত্র দাউদের সমস্ত মুনাজাত সমাপ্ত।