11. হ্যাঁ, সমস্ত বাদশাহ্ তাঁর কাছে মাথা নত করবেন;সমস্ত জাতি তাঁর গোলাম হবে।
12. কেননা তিনি আর্তনাদকারী দরিদ্রকে,এবং দুঃখী ও অসহায়কে উদ্ধার করবেন।
13. তিনি দীনহীন ও দরিদ্রের প্রতি রহম করবেন,তিনি দরিদ্রদের প্রাণ নিস্তার করবেন।
14. তিনি চাতুরী ও দৌরাত্ম্য থেকে তাদের প্রাণ মুক্ত করবেন,তাঁর দৃষ্টিতে তাদের রক্ত বহুমূল্য হবে;
15. আর তারা জীবিত থাকবে ও তাঁকে সাবা দেশের সোনা দান করা যাবে,লোকে তাঁর জন্য নিরন্তর মুনাজাত করবে, সমস্ত দিন তাঁর শুকরিয়া করবে।