জবুর শরীফ 72:1-12 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে আল্লাহ্‌, তুমি বাদশাহ্‌কে তোমার শাসন,রাজপুত্রকে তোমার ধর্মশীলতা প্রদান কর।

2. তিনি ধার্মিকতায় তোমার লোকদের,ন্যায়ে তোমার দুঃখীদের বিচার করবেন।

3. পর্বতমালা ও উপপর্বতমালা ধার্মিকতা দ্বারালোকদের জন্য শান্তিরূপ ফলে ফলবান হবে।

4. তিনি দুঃখী লোকদের বিচার করবেন,তিনি দরিদ্রের সন্তানদেরকে উদ্ধার করবেন,কিন্তু জুলুমবাজকে চূর্ণ করবেন।

5. যতদিন সূর্য থাকবে, লোকে তোমাকে ভয় করবে,যতদিন চন্দ্র থাকবে, পুরুষানুক্রমেই করবে।

6. তৃণভূমির উপরে বর্ষার মত তিনি নেমে আসবেন,সেই বৃষ্টিধারার মত যা ভূমিকে জলসিক্ত করে।

7. তাঁর সময়ে ধার্মিক লোক প্রফুল্ল হবে,চন্দ্রের স্থিতিকাল পর্যন্ত প্রচুর শান্তি হবে।

8. তিনি এক সমুদ্র থেকে অপর সমুদ্র পর্যন্ত,ঐ নদী থেকে দুনিয়ার প্রান্ত পর্যন্ত কর্তৃত্ব করবেন।

9. তাঁর সম্মুখে মরু-নিবাসীরা নত হবে,তাঁর দুশমনেরা ধুলা চাটবে।

10. তর্শীশ ও দ্বীপগুলোর বাদশাহ্‌রা নৈবেদ্য আনবেন;সবা ও সবা দেশের বাদশাহ্‌রা উপহার দেবেন।

11. হ্যাঁ, সমস্ত বাদশাহ্‌ তাঁর কাছে মাথা নত করবেন;সমস্ত জাতি তাঁর গোলাম হবে।

12. কেননা তিনি আর্তনাদকারী দরিদ্রকে,এবং দুঃখী ও অসহায়কে উদ্ধার করবেন।

জবুর শরীফ 72