1. হে মাবুদ, আমি তোমার আশ্রয় নিয়েছি;আমাকে কখনও লজ্জিত হতে দিও না।
2. তোমার ধর্মশীলতায় আমাকে উদ্ধার কর, রক্ষা কর;আমার দিকে কান দাও, আমাকে নিস্তার কর।
3. তুমি আমার আশ্রয়স্থানের শৈল হও,শক্তিশালী দুর্গ হও, আমাকে নিস্তার করার জন্য;কেননা তুমিই আমার শৈল ও আমার আশ্রয়-দুর্গ।
4. হে আমার আল্লাহ্, আমাকে উদ্ধার কর,দুর্জনের হাত থেকে, অন্যায়কারী ও উপদ্রবীর হাত থেকে।
5. কেননা, হে সার্বভৌম মাবুদ, তুমি আমার আশা;তুমি বাল্যকাল থেকে আমার বিশ্বাস-ভূমি।
6. মাতৃগর্ভ থেকে তোমার উপরেই আমার নির্ভর;জননীর জঠর থেকে তুমিই আমার হিতৈষী;আমি সতত তোমারই প্রশংসা করি।
7. আমি অনেকের দৃষ্টিতে অদ্ভুত লক্ষণস্বরূপ;কিন্তু তুমি আমার দৃঢ় আশ্রয়।
8. আমার মুখ তোমার প্রশংসায় পরিপূর্ণ থাকবে,সমস্ত দিন তোমার সৌন্দর্য বর্ণনা করবে।