জবুর শরীফ 71:1-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে মাবুদ, আমি তোমার আশ্রয় নিয়েছি;আমাকে কখনও লজ্জিত হতে দিও না।

2. তোমার ধর্মশীলতায় আমাকে উদ্ধার কর, রক্ষা কর;আমার দিকে কান দাও, আমাকে নিস্তার কর।

3. তুমি আমার আশ্রয়স্থানের শৈল হও,শক্তিশালী দুর্গ হও, আমাকে নিস্তার করার জন্য;কেননা তুমিই আমার শৈল ও আমার আশ্রয়-দুর্গ।

4. হে আমার আল্লাহ্‌, আমাকে উদ্ধার কর,দুর্জনের হাত থেকে, অন্যায়কারী ও উপদ্রবীর হাত থেকে।

5. কেননা, হে সার্বভৌম মাবুদ, তুমি আমার আশা;তুমি বাল্যকাল থেকে আমার বিশ্বাস-ভূমি।

6. মাতৃগর্ভ থেকে তোমার উপরেই আমার নির্ভর;জননীর জঠর থেকে তুমিই আমার হিতৈষী;আমি সতত তোমারই প্রশংসা করি।

7. আমি অনেকের দৃষ্টিতে অদ্ভুত লক্ষণস্বরূপ;কিন্তু তুমি আমার দৃঢ় আশ্রয়।

8. আমার মুখ তোমার প্রশংসায় পরিপূর্ণ থাকবে,সমস্ত দিন তোমার সৌন্দর্য বর্ণনা করবে।

9. বৃদ্ধ বয়সে আমাকে পরিত্যাগ করো না,আমার বল ক্ষয় পেলে আমাকে ছেড়ে যেও না।

10. কারণ আমার দুশমনেরা আমার বিষয়ে কথা বলে,আমার প্রাণের উপরে যাদের চোখ, তারা একত্র মন্ত্রণা করে।

11. তারা বলে, আল্লাহ্‌ ওকে ত্যাগ করেছেন, দৌড়ে ওকে ধর,কেননা উদ্ধারকারী কেউই নেই।

12. হে আল্লাহ্‌, আমার কাছ থেকে দূরে দাঁড়িয়ে থেকো না;আমার আল্লাহ্‌, আমাকে সাহায্য করতে ত্বরা কর।

13. তারা লজ্জিত ও উচ্ছিন্ন হোক,যারা আমার প্রাণের বিপক্ষ;তারা তিরস্কার ও অপমানে আচ্ছন্ন হোক,যারা আমার অনিষ্ট চেষ্টা করে।

14. কিন্তু আমি নিরন্তর প্রত্যাশা করবো,এবং উত্তরোত্তর তোমার আরও প্রশংসা করবো।

জবুর শরীফ 71