জবুর শরীফ 7:14-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

14. দেখ, সে অধর্ম গর্ভে ধারণ করে,উপদ্রবে পূর্ণগর্ভ হয়, মিথ্যাকে প্রসব করে।

15. সে কূপ খনন করে গভীর করেছে,কিন্তু নিজের খনন করা গর্তে নিজেই পড়লো।

16. তার জুলুম তারই মাথায় ফিরবে,তার দৌরাত্ম্য তারই মাথার উপর নেমে আসবে।

জবুর শরীফ 7