7. কেননা তোমারই জন্য আমি তিরস্কার সহ্য করেছি,আমার মুখ লজ্জায় আচ্ছাদিত হয়েছে।
8. আমি আমার ভাইদের কাছে বিদেশী হয়েছি,আমার সহোদরদের কাছে বিজাতীয় হয়েছি।
9. কারণ তোমার গৃহবিষয়ক গভীর আগ্রহ আমাকে গ্রাস করেছে;যারা তোমাকে তিরস্কার করে,তাদের তিরস্কার আমার উপরে পড়েছে।
10. যখন আমি কান্নাকাটি করলাম,রোজা দ্বারা প্রাণকে কষ্ট দিলাম,তখন তা আমার দুর্নামের বিষয় হল।
11. যখন আমি চট পরলাম,তখন তাদের কাছে প্রবাদের বিষয় হলাম।
12. যারা তোরণদ্বারে বসে, তারা আমার বিষয়ে আলোচনা করে;মাতালেরা আমাকে নিয়ে গান রচনা করে।