34. আসমান ও দুনিয়া তাঁর প্রশংসা করুক,সমুদ্র ও তার মধ্যেকার সমস্ত জলজ প্রাণী প্রশংসা করুক।
35. কেননা আল্লাহ্ সিয়োনের উদ্ধার করবেন,ও এহুদার সমস্ত নগর গাঁথবেন;লোকে সেখানে বাস করবে ও অধিকার পাবে।
36. তাঁর গোলামদের বংশই তা ভোগ করবে;যারা তাঁর নাম ভালবাসে, তারা সেখানে বসতি করবে।