24. তাদের উপরে তোমার গজব ঢেলে দাও,তোমার গজবের আগুন তাদেরকে বিনষ্ট করুক।
25. তাদের নিবাস শূন্য হোক,তাদের তাঁবুতে কেউ বাস না করুক।
26. কেননা তারা তাকেই তাড়না করে, যাকে তুমি প্রহার করেছ,তাদেরই ব্যথা বর্ণনা করে, যাদেরকে তুমি আঘাত করেছ।
27. তাদের অপরাধের উপরে অপরাধ যোগ কর,তারা তোমার ধর্মশীলতায় প্রবেশ না করুক।
28. জীবন-কিতাব থেকে তাদের নাম মুছে যাক,ধার্মিকদের সঙ্গে তারা তালিকাভুক্ত না হোক।
29. কিন্তু আমি দুঃখী ও ব্যথিত,হে আল্লাহ্, তোমার উদ্ধার আমাকে রক্ষা করুক।
30. আমি গজল দ্বারা আল্লাহ্র নামের প্রশংসা করবো,প্রশংসা-গজল দ্বারা তাঁর মহিমা স্বীকার করবো।
31. তা-ই মাবুদের দৃষ্টিতে তুষ্টিকর হবে,গরুর চেয়ে, শিং ও খুরযুক্ত ষাঁড়ের চেয়ে বেশি তুষ্টিকর হবে।
32. নম্র লোকেরা তা দেখে আনন্দ করবে;আল্লাহ্র অন্বেষীগণ! তোমাদের হৃদয় সঞ্জীবিত হোক।
33. কেননা মাবুদ দীনহীনদের কথা শোনেন,তিনি তাঁর বন্দীদেরকে তুচ্ছ করেন না।
34. আসমান ও দুনিয়া তাঁর প্রশংসা করুক,সমুদ্র ও তার মধ্যেকার সমস্ত জলজ প্রাণী প্রশংসা করুক।
35. কেননা আল্লাহ্ সিয়োনের উদ্ধার করবেন,ও এহুদার সমস্ত নগর গাঁথবেন;লোকে সেখানে বাস করবে ও অধিকার পাবে।
36. তাঁর গোলামদের বংশই তা ভোগ করবে;যারা তাঁর নাম ভালবাসে, তারা সেখানে বসতি করবে।