জবুর শরীফ 69:14-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

14. পাঁক থেকে আমাকে উদ্ধার কর, ডুবে যেতে দিও না;বিদ্বেষীরা থেকে ও অতল জলরাশি থেকে যেন উদ্ধার পাই।

15. পানির বন্যা আমার উপর ছাপিয়ে না উঠুক,অগাধ পানি আমাকে গ্রাস না করুক;আমার উপরে কূপ তার মুখ বন্ধ না করুক।

16. হে মাবুদ, আমাকে উত্তর দাও,কেননা তোমার অটল মহব্বত উত্তম;তোমার প্রচুর করুণার দরুন আমার প্রতি মুখ ফিরাও।

17. তোমার এই গোলামের কাছ থেকে মুখ আচ্ছাদন করো না;কারণ আমি সঙ্কটাপন্ন, ত্বরায় আমাকে উত্তর দাও।

18. কাছে এসে আমার প্রাণ মুক্ত কর;আমার দুশমনদের থেকে আমাকে উদ্ধার কর।

19. তুমি আমার দুর্নাম, আমার লজ্জা ও আমার সমস্ত অপমানের কথা জান;আমার বিপক্ষেরা সকলে তোমার সম্মুখবর্তী।

জবুর শরীফ 69