জবুর শরীফ 69:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে আল্লাহ্‌, আমাকে নিস্তার কর,কেননা আমার কণ্ঠনালী পর্যন্ত পানি উঠেছে।

2. আমি অগাধ পাঁকে ডুবেছি, দাঁড়াবার স্থান নেই;গভীর পানিতে এসেছি, বন্যা আমার উপর দিয়ে যাচ্ছে।

3. আমি ডেকে ডেকে ক্লান্ত হয়েছি, আমার কণ্ঠ শুকিয়ে গেছে;আমার আল্লাহ্‌র অপেক্ষা করতে করতে আমার নয়নযুগল নিস্তেজ হয়েছে।

জবুর শরীফ 69