33. যিনি আদিকালীন বেহেশতের বেহেশত দিয়ে রথারোহণে গমন করেন;শোন, তিনি তাঁর কণ্ঠস্বর, পরাক্রান্ত কণ্ঠস্বর পাঠান।
34. আল্লাহ্র পরাক্রম ঘোষণা কর;তাঁর মহিমা ইসরাইলের উপরে,তাঁর পরাক্রম আসমান জুড়ে রয়েছে।
35. হে আল্লাহ্, তুমি তোমার পবিত্র স্থানে ভয়াবহ;ইসরাইলের আল্লাহ্,তিনিই তাঁর লোকদেরকে পরাক্রম ও শক্তি দেন।আল্লাহ্ ধন্য হোন।