28. হে আল্লাহ্, তোমার পরাক্রমকে ডাক,হে আল্লাহ্, তোমার শক্তি দেখাও,যেমন তুমি আমাদের আগে সাধন করেছ,
29. জেরুশালেমে তোমার এবাদতখানা আছে বলে,বাদশাহ্রা তোমার উদ্দেশে উপহার আনবেন।
30. তুমি নল-বনের বন্যপশুকে ভর্ৎসনা কর,জাতিদের বাছুরগুলোকে ও ষাঁড়গুলোকে ভর্ৎসনা কর;তারা প্রত্যেকে বিনীত হয়ে রূপার থান পায়ের তলায় রাখুক;যেসব জাতি যুদ্ধ ভালবাসে, তিনি তাদেরকে ছিন্নভিন্ন করলেন।