25. সম্মুখে গায়করা, পিছনে বাদ্যকররা চললো,বাদ্যবাদিনী কুমারীদের মধ্যস্থানে।
26. জনসমাগমের মধ্যে আল্লাহ্র শুকরিয়া কর;তোমরা, যারা ইসরাইলরূপ ফোয়ারা থেকে উৎপন্ন,তোমরা প্রভুর শুকরিয়া কর।
27. সেখানে আছেন তাদের শাসক কনিষ্ঠ বিন্ইয়ামীন,এহুদার নেতৃবর্গ ও তাদের জনগণ,সবূলূনের নেতৃবর্গ, নপ্তালির নেতৃবর্গ।
28. হে আল্লাহ্, তোমার পরাক্রমকে ডাক,হে আল্লাহ্, তোমার শক্তি দেখাও,যেমন তুমি আমাদের আগে সাধন করেছ,
29. জেরুশালেমে তোমার এবাদতখানা আছে বলে,বাদশাহ্রা তোমার উদ্দেশে উপহার আনবেন।