21. আল্লাহ্ অবশ্য তাঁর দুশমনদের মাথাও কুপথগামীর কেশযুক্ত-কপাল চূর্ণ করবেন।
22. প্রভু বললেন, আমি বাশন থেকে পুনর্বার আনবো,সমুদ্রের গভীর তল থেকে [তাদেরকে] পুনর্বার আনবো,
23. যেন তোমার চরণ রক্তে ডুবাতে পার,যেন তোমার কুকুরদের জিহ্বা তোমার দুশমনদের থেকে অংশ পায়।
24. হে আল্লাহ্, লোকে তোমার গমন দেখেছে;পবিত্র স্থানে আমার আল্লাহ্র, আমার বাদশাহ্র, গমন দেখেছে।
25. সম্মুখে গায়করা, পিছনে বাদ্যকররা চললো,বাদ্যবাদিনী কুমারীদের মধ্যস্থানে।
26. জনসমাগমের মধ্যে আল্লাহ্র শুকরিয়া কর;তোমরা, যারা ইসরাইলরূপ ফোয়ারা থেকে উৎপন্ন,তোমরা প্রভুর শুকরিয়া কর।
27. সেখানে আছেন তাদের শাসক কনিষ্ঠ বিন্ইয়ামীন,এহুদার নেতৃবর্গ ও তাদের জনগণ,সবূলূনের নেতৃবর্গ, নপ্তালির নেতৃবর্গ।
28. হে আল্লাহ্, তোমার পরাক্রমকে ডাক,হে আল্লাহ্, তোমার শক্তি দেখাও,যেমন তুমি আমাদের আগে সাধন করেছ,
29. জেরুশালেমে তোমার এবাদতখানা আছে বলে,বাদশাহ্রা তোমার উদ্দেশে উপহার আনবেন।
30. তুমি নল-বনের বন্যপশুকে ভর্ৎসনা কর,জাতিদের বাছুরগুলোকে ও ষাঁড়গুলোকে ভর্ৎসনা কর;তারা প্রত্যেকে বিনীত হয়ে রূপার থান পায়ের তলায় রাখুক;যেসব জাতি যুদ্ধ ভালবাসে, তিনি তাদেরকে ছিন্নভিন্ন করলেন।
31. মিসর থেকে প্রধান প্রধান লোক আসবে;ইথিওপিয়া শীঘ্র আল্লাহ্র কাছে হাত বাড়াবে।
32. হে দুনিয়ার সমস্ত রাজ্য, আল্লাহ্র উদ্দেশে গজল গাও;সেই প্রভুর প্রশংসা গান কর।[সেলা।]